অদেখার টান


ঠাকুর  বিশ্বরাজ গোস্বামী


অজানাকে দিয়ে মন, সারাখন,
কান্দি আমি অবশেষে ,
ধীরে ধীরে গেছে বেলা , সাঁঝভেলা ,
দেখি আজ ভালোবেসে ।
ভালোবাসা ভালো নয় , নষ্ট হয় ,
জীবনের সব কিছু,
যায় সব জাতিকুল , নয় ভুল ,
জম ঘোরে পিছু পিছু ।
বিরহের মাঝে আসে , ভালোবাসে ,
হিয়া ধরে দেয় টান ,
দিনরাত অশ্রুনীরে ,ধীরেধীরে ,
ভাসে দেহতরীখান ।
ওরূপের রূপ মেশে, অবশেষে ,
দিশেহারা হয় মতি ,
অজানার প্রেমে পড়ে , ঘর গড়ে ,
মনে রাখে নিষ্ঠা রতি ।
সব কিছু দিয়ে তারে , বারেবারে ,
যায় দ্বারে নিয়ে আশা ,
নিরাশায় ফিরে আসে , নিজ বাসে ,
কষ্ট  দেয় ভালোবাসা ।
তবু তারে মন দিয়ে, কষ্ট  নিয়ে ,
রাতদিন মনে রাখে ,
তবু দূরে বন্ধুবর , থাকে পর ,
হৃদয়ের রেণূ মাখে ।
অদেখার টানে টানে, প্রেমোবানে ,
ভেসে যায় জাতি কূল ,
পরিশেষে ভালোবেশে, দিন শেষে ,
তুলে নেয় প্রাণোফুল ।