পাবে সেই প্রেমকান্তি
( শব্দবর্ণিক এক নিয়মে বিলিরিক ,
বিলিরিক ধারা এক , কাঠামো এক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


অবিশ্রাম কষ্ট করে,  রত্নহারা হোলে আজ,
দুষ্ট নীতি ধরে তুমি ,তুষ্ট মনে পরে তাজ,
পৃথ্বী পরে তারা রাজা ,
ক্ত্তা সেজে দেয় সাজা ,
কান্তি করে তরতাজা,  শুদ্ধ  ভাব নিয়ে থাকে ,
অন্তরটা নেই ঠিক , যুক্তি দিয়ে মিথ্যা ঢাকে ।


বিশ্ব মাঝে আছে তারা , নিদারুণ অন্ধকারে,
মনুষ্যত্বের বুলি মূখে , অস্ত্র দিয়ে লোক মারে ,
শান্তি সুখে আছে তারা ,
বন্ধ করে সত্য ধারা ,
স্রষ্টা দিছে প্রেমপারা , চিত্ত মাঝে সেটি নেই,
অন্তেরর আছে শুধু,  ভয়ানক নষ্ট খেই ,


বিশ্বটাই শিক্ষালয় , মানবতা শ্রেষ্ঠ  শিক্ষা,
জ্ঞানদোর খুলে খুলে , সত্যকল্পে নেও দীক্ষা ,
এই বিশ্ব মোহময় ,
জন্ম মৃত্যু নিত্য  হয়,
দুষ্ট অরি করো ক্ষয় , সত্যনিষ্টা সাথী করো ,
এক মন এক চিত্তে , মনুষ্যত্বের পথ ধরো ।


প্রেমসিন্ধু মাঝে তুমি, শুদ্ধ মনে ডুব দেও ,
আত্মতত্ব আদি মূল,  স্রষ্টা আছে মনে নেও ,
ভাস্করটি ডুবে যাবে ,
অন্ধকার শুধু পাবে ,
মত্ত হও সত্য ভাবে , হৃদ মাঝে পাবে শান্তি,
ভ্রান্ত নীতি ছেড়ে দেও , পাবে সেই প্রেমকান্তি ।