পাপিদের জন্ম দোষ
(হৃদিরিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চুরি করা মহা পাপ , মালিকের আভিসাপ ,
একদিন লেগে যায় ,
বিধাতার সাজা পায় ,নাই কোনো তার মাপ ,
কলঙ্কের বিষ খায় ।


মিথ্যাকথা বলে যারা , চাতুরতা নিয়ে তারা ,
মিথ্যা দ্বারা মিথ্যা ঢাকে ,
পাপ বাড়ে ঝাঁকে ঝাঁকে ,হৃদিরিক হয় হারা ,
নরকেই পড়ে থাকে  ।


পাপিদের জন্ম দোষ , পাপে ভরা জন্মকোষ,
কলুশিত করে দেশ ,
তার পাপে ঘর শেষ ,সততার প্রতি রোষ ,
পাপিদের থাকে বেশ ।


মিথ্য দিয়ে করে জয় , নাই কোনো প্রাণে ভয় ,
মিত্যাবাদি আর চোরে ,
একদিন যাবে গোরে , সাজা পাবে সমুদয় ,
বুক ধোবে আঁখি লোরে ।