পরাপ্রেম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সাগরের পাড়ে বসে উর্মি গোনা হয় সার ,
এটাই বাঁচর হার , কূলহীন পারাবার
তরঙে ফনীর ফনা
সাগরবসনা পরে মনহরা রূপ ধরে
ভুলায় আত্মস্বরে , ভোলে সব নারী-নরে
চিন্তাহীন সব জনা ।


সরুজবসনা পেয়ে দ্বিপ্রহর চৈতি বাসে ,
মরুহরিণের আশে , প্রেমের নোদিতে ভাসে
নাশে পরাপ্রেম কোষ,
কুসুমিতা ভালোবাসে সুরভী পরাগ দিতে,
সুমধুর অবনিতে ,পরম পরের হিতে,
সকলে তাদের দোষে ।


চন্দ্রিমাবসন পেলে  আঁখী ম্যালে মধুকর ,
চদ্রমূখী নিশি ভর , সোমটাকে ভাবে পর ,
জোস্নারেণু শুধু মাখে ,
বিরহে রজনী যায়  নিশা প্রসবিলে সূর ,
দিবা ভাগে ব্যথাতুর , বুকখানি হয় চুর ,
মিলনাশা তবু রাখে ।


সুনিবিড় ভালোবাসা বিরহের সুর দানে ,
শশিমুখি হলে জানে , পরাপ্রেম সুধাপনে,
ভুবনের প্রেম ভুলে,
ঐশিক আদলে থাকে  আত্মামিয় করে পান ,
অশ্রুনোদি আনে বান , বানে ভাসে কুলমান,
দেশে যায় তরী খুলে ।