পেপেভারেসী বা ব্লাডরূট


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার কর্মকান্ড
ফুসফুসের বায়ু সঞ্চালন নার্ভকে
আক্রমন করে
পাকাশয়িকের সমস্যা ঘটাও,
ফলে
শিরঃপীড়ার সৃষ্টি করো,
আবার তা
দূরও করো তুমি,
বলিহারী তোমার ক্রিয়াকলাপ।
হেল বলেন
গ্রে-হিপোটিজেশন থেকে
করো তুমি উদ্ধার।
ড্রিসড্রেল বলেন,
লাঞ্চের ব্রন ড্রপসিতে তুমি অদ্বিয়।
কাউপারথয়েট বলেন
চিৎ হয়ে শুয়ে থাকলে
আরাম বোধ করো তুমি
বড় সুন্দর তোমার স্বভাব।
ন্যাশ বলেন
শ্বাস যন্ত্রের উপর তোমার বেশ অধিকার।
মর্স বলেন
মস্তকের সম্মুখ ভাগের ব্যথায়
তোমার ক্রিয়া প্রশংসা করতে হয়।
হেরি ও মিলার বলেন
সূর্যের তাপ বৃদ্ধি পেলে
তোমার হেডেক বৃদ্ধি পায়
কুমলে হেডেক কুমে
আসলে তোমার চরিত্র বুঝা ভার।
জোসেট বলেন
তোমার শক্তি যখন কম হয়
তখন ভালো ক্রিয়া প্রকাশ করো।
গরেন্সি বলেন
হেডেক নিরোশনে তোমার ভূমিকা
খুব প্রসংসনিয়।
এবং কারো ক্ষতি করো না,
পার্শ প্রতিক্রিয়া নেই।
এতো গুনের কারণে
তোমাকে আমি
ভালোবেসে ফেলেছি।


লেখাঃ-
11/1/2021
সোমবার
সময়ঃ-
রাত
10-15 ঘটিকা