পেরুভিয়ান বার্ক


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমাকে ভালোবেসে স্পর্শ
করলেই তুমি নার্ভাস হয়ে যাও ,
আর
মানসিক পরিশ্রমে , সঞ্চালনে
বেশি অসুস্থ হয়ে পড়,
এবং
পিপাসাহীনতা সহ
দুর্বল হও,
নীলবর্ণের নখ
বেশ সুন্দর দেখায়
কিন্তু
হাতপায়ের দুর্বলার জন্য
কোন কাজ করতে
পারো না ।
তোমাকে দেখে
উড বলেন
স্নায়ু বিকারের ফলে
পর্যায়শীল রোগে আক্রান্ত হয়ে
সয্যাশায়ি হয়ে পড়।
মহামতি হ্যানিম্যান বলেন
আক্রান্ত স্থান স্পর্শে তুমি স্নায়ুশূলে
কাতর হও ,
বাঃ তোমার চরিত্র ।
থেয়ার বলেন
পিত্তাশ্মরি রোগে ভুগলে
তোমার মুখমন্ডল পীতবর্ণ সহ
লিভারে সুচীবিদ্ধবৎ যন্ত্রণায়
তুমি ছটফট করো।
গরেন্সী বলেন
একদিন পর একদিন
তোমার সকল রোগ বাড়ে ।
অথচ
লডলাম বলেন
গর্ভকালীন পৈত্তিক শূলে তুমি
সুন্দর ক্ষমতা দেখাও ।
এখন তুমিই বলো
এত গুনাগুণ তোমার
আমি তোমাকে নিয়ে
ঘর করতে পারি কি-না
পেরুভিয়ান বার্ক ?