ফাকসুখ
( বিলিরিকে-এ লেখা
ধারা তিন কাঠামো এক )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কুসুমিতা তুমি , সুকুমারী কনে ,
তাই আমি চাই , শুধু সারাখনে ,
বেশ নাগরিনী ,
চোখ ডাগরিনী ,
মন বিকিকিনি , মনে মনে আমি
ভাবনার ছবি , তুমি দিবাযামী ।


সোয়ারিনী তুমি , এই  হৃদিযানে ,
মনগাঙ ভরো , পিরিতির বানে ,
এই মনটায় ,
চায় শুধু চায় ,
বরমালাটায় , দেও অভিমানী ,
কারো নও তুমি , এইটুকু জানি ।


দেখো চলে যায় , ফাগুলের বেলা ,
বেয়ে যাও তুমি , জীবনের ভেলা ,
তুমি দিবাযামী ,
মনবীথি গামি ,
কুসুমেষু আমি , ফাকসুখ চাই ,
এসো সুখে তরী , বেয়ে চলে যাই ।


ফাকসুখ দিয়ে , ভরে দেও হিয়া ,
মিছেমিছি কেন , থাকো লাজ নিয়া ,
ভেঙে ফেলো লাজ ,
পরো তুমি আজ ,
পিরিতির তাজ , রাখো হাতে হাত ,
মধুময় হোক ,  সুমাধবী রাত ।