প্রমোদ তরীতে
       কুসুমুজ্জ্বল রাইবেলা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কুসুমুজ্জ্বল রাই বেলা
কেঁটে গেল প্রমোদ তরীতে
কেরিবিয়ান সাগরে ,
চোখ ঝলসানো গৃষ্মের মধ্যাহ্ন ।
সৌখিন আলোর জরি
কাঁচ রং মনের বেলকুনী করে
আরো মনোরম ।
জীবনটা হয়ে যায়
নেভিগেটর প্রমোদ তরী
মনটি হয়
নরও জিয়ান এপিকে
নিয়ে যায়
জীবনের প্রেম কেরিবিয়ানে
করে জল-বিলাস ।
কখনো ভাবিনা
জীবনটা সুখের সামগ্রি
অথবা
যান্ত্রিক প্রমোদ তরী নয় ,
একদিন উঁড়ে যাবে হওয়ার পাখি
অচেনা আপনার ডাকে ।
এস কবিতা জীবন তরী সাজাই
নৈস্বর্গিক প্রেমের রঙ্গে
তুমি আমি হয়ে যাই
মানবিক প্রেমের উপমা।