পরিপূর্ণব্রহ্ম হরিচাদ
(বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পরিপূর্ণব্রহ্ম হরিচাঁদ  শুধু  পূর্ণব্রহ্ম নয় ।
মতুয়া প্রেমের পরশমনি , হরিচাঁদ দ্বীন-দয়াময় ।।

হরিচাঁদ প্রেমেরখনি , কান্তাপ্রেমের শিরোমনি ।
শান্তিদেবীর প্রেমে ধনী , শ্রীহরিচাঁদ প্রেমময়।।

পরম স্রষ্টা সৃষ্টির কামে , এলেন এবার হরিচাঁদনামে ।
হরির ইচ্ছায় শান্তিধামে ,ভোলানাথের জন্ম হয় ।।

চারটি যুগে অবতারী , শ্রীহরিচাঁদ  হয়  কান্ডারী ।
হরি রাম বংশীধারী , মতুয়ানাথের রূপটি লয় ।।

মতুয়া প্রেমে করে উন্মাদ , পরিপূর্ণ ব্রহ্মহরিচাঁদ ।
মতুয়া হোতে রইলাম বাদ ,  অধম বিশ্বরাজে কয় ।।