প্রাণেররতী-১০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সারাক্ষণ বলি ঝুট, পরে শুধু বাবাসুট,
গোপনে করছি লুট, করে শুধু ছল,
ভাবিনি  কখনো আমি, কাকেলা আঁধার-যামী
সহসা আসবে নামি, বিশবাওজল।


পেয়ে শুধু মধুরাতি, গোপন খেলায় মাতি,
ভোগরাই শয্যা পাতি, ভৃঙ্গরাজ হই,
তনুতে সুগন্ধ মাখি, শুনিনি হৃদয় ভাখি,
কেটছি ঐশীর রাখি, ভোগাবাসে রই।


বিবেকের মঞ্জুঘোষ, শুনিনি, করেছি রোষ,
করেছি অনেক দোষ, আপনাকে ভুলে,
হয়ে আছি ভূমিদাস, মোহাগারে করে বাস,
বায়ুকোষ করি নাশ, ভুল করে মূলে।


মধ্যমিক বুলবুলি, প্রাণেরতরীতে তুলি,
বেসাতে তরীটা খুলি, ছোট চাপা গাঙ্গে,
মহাপথে নিয়ে যায়, দখিনা বসন্ত বায়,
তরঙ্গটা লেগে গায়, তরীখানি ভাঙ্গে।


যেতে হবে মহাপথে,  ঘোর মহাকাল রথে,
খাবে সব কীট মথে, ভাবিনি অন্তরে,
মসীকৃষ্ণ দেখি আগে, মহালোল মনে জাগে
কূলে তোলো আগেভাগে, প্রেমিক মন্তরে।