প্রাণেরতরী-১৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পুবাল হাওয়ার মেঘেরবাগে
মেতেছে মেঘবতী, মাতালি গতি
তরঙ্গ দোলে অতি, জলেরবুকে
কুল ভাঙছে ফুকে, স্রোতেররাগে।


মিষ্টি মধুর বেগে, বাণিজ্যবায়ু
করছে সব শেষ, বেহাল বেশ
দেখি ইতির রেশ, সূরুজ গায়ে
ডুবছে পায়েপায়ে, জীবনআয়ু।


রেখেছি ইটঘরে, বাতানুকূল
আকাশে সারাবেলা, মেঘের খেলা
জলে তরঙ্গরেলা, কূলটা ভাঙ্গে
জীবনটার গাঙ্গে, বৃষ্টিরফুল।


নশ্বর তরীখানি, সত্যের দান
কথাটা ভুলে গিয়ে, আশাটা নিয়ে
পুষি ময়না টিয়ে, মাধুরী দেই
ভুলেছি মূলে সেই, স্রষ্টার গান।


জীবনপূষা যায়, কালের টানে
পরা-প্রেমের রাগে, ভুবন বাগে
হৃদয় মাঝে জাগে, আত্মার বাণী
প্রাণেরতরীখানি, ভাঙবে বানে।


পরম স্রষ্টা যিনি তাকে-ই স্বরি
কোথায় প্রাণেশ্বর, পরাৎ-পর
কাঁপছি থর-থর, তরীটা খুলে
নিও তোমার কূলে, প্রাণেরতরী।