প্রাণেরতরী-১৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বেয়েছি তরীখানি খাল বিলে
সাথীছ'জন  মিলে, টেনে পাল,
সুখের গান গেয়ে, গোন পেয়ে
তরীটা বেয়ে বেয়ে, গেছে কাল।


চৈত্রীর স্নিগ্ধ রাতে হয়ে কবি
আঁকি প্রেমের ছবি, অনুরাগে,
সব-ই দিছি তুলে, মনখুলে
ভ্রমর হই মূলে, ফুলবাগে।


পরাগায়ন সুখে তরী ভরি
বানিজ্য শুধু করি, পৃথ্বী হাটে,
ক্ষয়েছি মূলধন, অনুখন
করেছি সুখ পণ, চাই বাটে।


ছ'জন সাথী যারা অরি সব
সত্য হৃদয়  রব, নিবে কেড়ে,
ভেবেছি পর নয়, সাথী ছয়
করছে তারা ক্ষয়, যাচ্ছে ছেড়ে।


ইতিবেলা এখন ভয়ে মরি
বেয়ে প্রাণেরতরী, একা আজ,
ভরাসা হৃদমূলে, নিবে কূলে
কাঁদি দু'বাহু তুলে, বিশ্বরাজ।