প্রাণের তরী-২১


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চন্দ্র কোমল আলোর , ঝর্ণার ধারায় ,
বিভোল স্মৃতির রেণু, বেণুটি আমার
বাজায় মরমি সুরে , ফল্গু হাওয়ায় ,
উছালি প্রেম জোয়ার ,কূল ভেসে যায় ।
প্রাণের তরীটি ছোটে , থামে না সে আর
জোছ্নাবসনা তলা , রেতগতি তার ,
ডানগাল  উপকূলে, ঢেউটি যেমন
জীবন নদিতে ঢেউ , ঠিক-ই তেমন ।


প্রাণ-তারা-বনে বসে , চাঁদ মালা গাঁথী ,
বৃষ্টি কোমল দু'চোখে । বিরহের গানে ,
এলো আবির বিকেল , দেহাকাশে সাথী।
তবু তোমার নিকটে ,কে আমাকে টানে  
ছিঁড়ে সব ধুম্রজাল , আছি একা পারে  ,
প্রাণেরতরীটি বেও , এসো সাঁঝাঁধারে ।