প্রাণের তরী - ২৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আকাশ আঙ্গিনার তলে
প্রদীপ জ্বলে , নিশিদিন,
মনের বীণ, শুধু বাজে,
বেভুল সুরে আনকাজে।


মউল ফাগুন নেশায়
অলি পেশায়,ফুলে ফুলে,
দোলায় দুলে, মধু পানে
হারাই সব ফল্গুবাণে।


ফুল তুলে সাজাই ঘর
দিনটা ভর,ভাবি মনে,
আজ দু'জনে,বহু হই,
দেখিনি খুঁজে আমি কই।


ধীরে ধীরে দুপুর যায়
সাঁঝের গাঁয় ,একা আমি,
দিবা শেষে ,বেহাল বেসে,
আঁখি জলে চলছি ভেসে।


চলে যাবার নদী তীরে
এলাম ফিরে,আশা নিয়ে,
সকল দিয়ে ,শুন্য হাতে
নেই সাথী দিঘল রাতে।


ভোর নদীতে আসা তরী
বোঝাই করি,ভুলে ভুলে,
জোড়াটি খুলে,গেছে তার,
ভাবি কেমনে হবো পার।


জল-বেণী নদীতে ভরা
নঙ্গর করা ,তরীখান,
ডেকছ বান,মরি মরি,
কুলে নেও প্রাণের তরী ।