প্রাণেরতরী-২৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আট কাঠের প্রাণেরতরী দশজন তার দাঁড়ি,
একজনার ইঙ্গিতে নোদি ইচ্ছাধীন দিচ্ছে পাড়ি,
দুইজন কারিগর,
কেই নয় তারা পর,
তার ভিতরে প্রাণের ঘর, একজন নিরাকারে,
ছয়জনকে তরীতে তুলে ভুলে গেছে সব তারে।


চোদ্দোপোয়া তরীখানি সাততালা তার আছে,
সাততালাতে প্রাণটি দাতা মূল ধন তার কাছে,
তার কথা ভুলে গিয়ে,
তিনজন সাথে নিয়ে,
দুইগুনেতে বাদাম দিয়ে, মূলগুন রাখে দূরে,
জীবন মুক্তা হারায় শেষে চাপাগাঙে ঘুরে ঘুরে।


নব-রসের প্রাণেরতরী দুইখান বৈঠে তার,
একজন টানে দু'টি বৈঠে তরী করে চুরমার,
দশেএকে এক হলে,
তরী চলে উল্টো কলে,
অকালে তরী ডুবে না জলে,  কূল পায় তরীখানি,
তবুও আমি ছ'জন নিয়ে করি শুধু টানাটানি।


তরীর তত্ত্ব না বুঝে তাই একা আজ ইতিবেলা,
ইচ্ছা মতন তরীটা বেয়ে  করছি ভবের খেলা,
তরীতে ভুলের ভারা,
ঝরে তাই অশ্রু ধারা,
চোখের তারা আলোক হারা, তরী নিয়ে নিরুপায়,
করুণা করো প্রাণের সাথী নেও তুমি নিজ গায়।