প্রাণের তরী-২৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবনটা কষ্টের
নষ্টের মূল ভাই ,
অসৎ , অন্ধকার
এ ছাড়া আর নাই ।
বেঁচে থাকা ধরায়
কার ইচ্ছায় ভাবো ,
ছিলাম কোন গাঁয়
কোথায় চলে যাবো ।
বৃথা জীবনটাই
গতি নেই সু-ছাড়া ,
মিথ্যে  বেচাকেনায়
হারায় দিগদাড়া ।
প্রাণেরতরী কার
এ দুনিয়ার মাঝে ,
সকল রেখে ভবে
যেতেই হবে সাঁঝে ।
এ বিশ্ব গ্রহ তারা
কার দ্বারা চলছে ,
হৃদয়ে কার গীতি
নীতি কথা বলছে ।
খুঁজি না কেউ তারে
অন্ধকার দুনিয়া
গুনি মায়ার ঢেউ
কেউ নেই  সু-নিয়া ।
অন্যকে দেই দোষ
নিজের দোষ ঢেকে ,
পরকে রেখে দুখি
নিজ-ই সুখী থেকে ।
এঘর বাড়ী কার
একবার এ মনে,
ভাবিনি কখনও
এখনো বুনোবনে ।
প্রাণেরতরীখান
কার দান ভাবি না ,
দেখ দু'আঁখি বুজে
দিন গেলে পাবি না ।
এই প্রানেরতরী
নিরিখ ধরে বাও ,
যেতে হলে ওপারে
স্রষ্টার পানে চাও ।