প্রাণের তরী-২৯


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি দোলাও হৃদয় দোলা
প্রেমের নাগর,
ফাগুন তরঙ্গ ভরে গেছে প্রিয়
জীবন সাগর।


সকালের পথে হেটে আসা এই
দুরন্ত দুপুর,
গোপনে গোপনে দিচ্ছে ভলোবাসা
রোদের নুপুর।


কে তুমি দুপুরে খরস্রোতে দেও
মকম্মল হাসি,
পথ ভুলে গেলে বাজাও তোমার
যাদু মাখা বাঁশী।


জীবন নদীতে প্রাণের তরীতে
কৃপা বারি দিয় ,
ইতিকা বেলায় আমার এতরী
তুমি কূলে নিয়।


ধীরে ধীরে দেখি সকলে আমায়
দিয়ে যায় ফাঁকি,
বুঝেছি আপন তুমি আছো শুধু
দিচ্ছ প্রেমরাঁখী।


আঁখিজলটুকু সাথে আছে আজ
তোমাকে দেবার ,
তুমি ছাড়া নেই প্রাণেরতরীটি
ওকূলে নেবার।