প্রাণের তরী-৩০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আকাশে বজ্র মেঘের খেলা,
ক্লান্তি জড়ানো ইতিকাবেলা,
যমকালো মেঘ দিনরাত,
সাপের ফোনা নদীর জলে,
ঝড়ো মেঘের বাতাস চলে,
দেখি আরো বিদ্যুতের ভাত।


শেষ আমার ফসল কাঁটা,
আটিঅটি বাঁধা আছে আটা,
করি ধরি সব কাজ নিজে,
ভুল ফসল দুপুরে কাঁটি,
সকালে ছিলো কোমল মাটি,
নষ্ট করি তা খেয়াল বীজে।


তোমার কথা হৃদয় মাঝে,
উঠলো বেজে গোধূলী সাঁঝে,
বাউল প্রেমের মিষ্টি ডাক,
কাজেরফলে তরীটি ভরা,
উঁঠি কেমনে হয়েছি জ্বরা,
তরীখানি ভরা নাই ফাঁক।


আমার যত ফসল আছে,
হয়তো নষ্ট তোমার কাছে,
তবু তরীতে দিলাম তুলে,
আমার এই প্রাণের তরী,
ছেড়ে দিলাম ভরষা করি,
প্রিয়গো নিও তোমার কূলে।