প্রাণের তরী-৩১


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রক্তের রঙমাখা সেই
কচি ভোর,
স্মৃতির সাগরে রয়েছে
ভেসে ভেসে,
খুলেনি বিবেকর দ্বোর
অবশেষে।


শিশু প্রাণের দেখি খেলা
চোখ মেলে,
আনন্দে নাচে এ মনটি
সু-দোলায়,
ভাবিনি আছি মোহজেলে
কে ভোলায়।


যে দোলায় এ মায়াবনে
আমি তারে,
চির আপন ভাবি শুধু
বেসে ভালো,
ডেকছে শুধু বারেবারে
জ্বেলে আলো।


শুনিনি হৃদয়ের ডাক
হেলা করে,
তার-ই পথ ভুলে একা
বনেবন,
রেখেছি তারে অনাদরে
পোঁড়েমন।
আজ আমি একাকি ঘাটে
হতে পার,
তরী আমার ডুবুডুবু
ভুলে ভুলে,
এ প্রাণেরতরী আমার
নেও কূলে।