প্রাণের তরী-৩২


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভাড়াটে আমি খাসের জমী
করছি চাষ,উদাস থেকে,
সাদা বীজের ফসল বুনি
বারটি মাস,নিজেকে ঢেকে ।


ফসল কাটা হয়েছে শেষ
আঁটি ঐ আটি, আদর করে,
ভাবিনি কখনো ভেঙ্গে যাবে
মায়ার ঘাটি, ভূবন পরে ।


আসা যাওয়া দেখছি বহু
দু'চোখ মেলে,করছি হেলা,
বুঝিনি এ মনে চলে যাব
সকল ফেলে,শেষের বেলা ।


আমার তরী তোমার দান
মাঝিও তুমি , আগেনা জানি,
ভুলে গেছি সব পেয়ে এই
সুন্দর ভূমি, না শুনে বাণী ।


তোমার বাণী হৃদয়ে এসে
আলোটি জ্বালে,অনেক বার,
সেই আলোটি আমি নিভাই
কু-গান তালে, ভুলটা সার ।


ভুল তুমি ফুল করে নেও
চরণ পরে, বাসনা তাই,
তরীখান আজ ভেঙ্গ গেছে
কেমন করে,ঐ কূলে যাই ।


তবু আমার প্রাণেরতরী
দিলাম খুলে, তোমাকে স্মরে,
নিয়ে যাও বেয়ে তুমি এসে
তোমার কূলে,করুনা করে ।