প্রাণেরতরী-৩৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রাণেরতরী ভেসে যাও
ছোট্ট নালার জলে,
তরঙ্গে তরী চলে,
মিশে মাঝির দলে, গত স্মৃতি রাখে না মনে,
তরীটা যায় কাঁশবনে, কাঁশফুলের রঙ দেখে,
চোখে নেশার রঙ মেখে।


তরীটায় দিয়েছি প্রাণ
তোমাকে মাঝি করে,
রেখো সু-সমাদরে,
থেকো হৃদয় ঘরে, প্রাণ আর প্রাণেরতরী,
মেনে রেখো অনেক অরি, নদীতে আছে নিশিদিন,
বাজায় মধুময় বীন।


জলবেণীরাগে বীণটা
বাজে মোহন সুরে,
মরবে ঘুরে ঘুরে,
আমাকে রেখে দূরে, কথাটি তুমি মনে রেখো,
অনুরাগের রঙ মেখো, হৃদয়ের গভীর ভাঁজে,
থেকো তুমি আমার কাজে।


সকল কিছু ভুলে গিয়ে
ভুলের আড়ি পেতে,
থাকে সকলে মেতে,
ভাবেনা হবে যেতে, প্রাণটা যার তার দেশে,
আমাকে ভুলে কু-তে মেশে, ভুলে এই অমিয় বাণী,
বায় প্রাণেরতরীখানি।


আমিয় বাণী ভুলে গিয়ে
বেয়েছি আমি তরী
অকালে আজ মরি,
বুঝিনা কি-যে করি  ,কে-গো দিচ্ছো অমিয় বাণী
ভাঙ্গা প্রাণেরতরীখানি, কুলে নেও আপদকালে
থেকনা প্রিয় অন্তরালে।