প্রাণেরতরী-৩৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বাদল ঝরে মাদল বাজে
টিনের চালে, ঝুমুর তালে,
দিনের কাজে, দারুণ বাধা
কাজটি আধা, রইলো হালে।


নদীটা ছোটে জলের রাগে
তরঙ্গ দোলে, নদীর কোলে,
চোখের আগে, বিদ্যুতমালা
বাদলের ডালা, শব্দের রোলে।


বীজধানটা হয়েছে শেষ
নিজের ভুলে,  রাখিনি তুলে,
তার-ই রেষ,  জীবনটাতে
নয়নপাতে, নদীরকূলে।


নদীরকূলে প্রাণেরতরী
ধানের ঝরা, রয়েছে ভরা,
অকালে মরি,  ঝড়ের বাও
সাধের নাও, পুরানো জরা।


বেলাটা দেখি আঁধারে খাবে
লাগছে ডর, আসছে জ্বর,
তরীটা যাবে,  জলের তলে
কোথায় র'লে পরাৎ-পর।