প্রাণেরতরী-৪৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পরের জমি করছি চাষ, বারো মাস
আমার আমার ভেবে,
ফসল মালিক নেবে,
ভুলের দেশে করলে বাস, সাজা দেবে।


পরের কথা নীরবে শুনি, বীজ বুনি
ফসলের ইচ্ছা নিয়ে,
মন-প্রাণ সব দিয়ে,
সুখের আশায় দিনগুনি, ক্ষেতে গিয়ে।


মউ পোকায় খেয়েছে ধান, অশ্রুবান
ঝরছে কপোল বেয়ে,
আঁধার আসছে ছেয়ে,
খুলছি প্রাণেরতরীখান, সেজে নেয়ে।


হেলায় হেলায় গেছে বেলা, ভবখেলা
ভেঙ্গে যাবে একেবারে,
সন্ধ্যানোদিটার পারে,
শেষ হবে চাঁদের-ই মেলা, অন্ধকারে।


প্রাণেরতরী সাঁঝেরবাগে, যাবে আগে
প্রাণেশ্বর নিও কূলে,
তরীটা দিলাম খুলে,
তোমার-ই নামে অনুরাগে, পাল তুলে।