প্রাণেরতরী-৪৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কুসুম আলোর হাসি দিনটা দিলে
আঁধারটা খেলো গিলে, কেঁদেছি আমি
হেসেছে আত্ময় দামী, আমার যারা
বুঝেছি ঊষার ধারা, নয়নে দেখে
তবুও তোমাকে রেখে, খুলেছি নাও
দখিনা মউল বাও, নোদিতে পেয়ে
দিন গেলো তরী বেয়ে, দুইটি দাড়ে
এখনো নদীর পাড়ে, পারিনি যেতে
ফসল রয়েছে ক্ষেতে, একাকি কাজে
দেয়ার মাদল বাজে, নাচে স্বরঙ্গে
বাতাসের-ই তরঙ্গে, ঝঞ্ঝার রেষ
আমার চিন্তাদেশ, ব্যকুল আজ
নিরাকার বিশ্বরাজ, কোথায় তুমি
এই প্রাণ বিশ্বভুমি, তোমার দান
আজ মনে এই গান, গাইছে শুধু
দেখছি আঁখিতে ধুধু, তোমাকে ভুলে
ফসল দিলাম তুলে, তরীর মাঝে
অদূরাগতের সাঁঝে, ভরষা তুমি
অশ্রুতে তোমাকে চুমি, পরাৎ-পর
ঝড়ঝঞ্ঝা দিন ভর , যমের সুর
রাতটা নয়কো দূর,  ভয়েতে মরি,
তোমার-ই কূলে নেও, প্রাণেরতরী।