প্রাণেরতরী-৪৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সাগরবসনায় থেকে, উড়াই ইচ্ছের ঘুড়ি
সুখের ভেরী বাজাই, সাথীদের ডেকে ডেকে
ছিলনা ঘুড়ির জুড়ি, নানান রঙ্গে সাজাই।


ভুলে গেছি একবারে, কোথায় আমি ছিলাম
চলি কার ঈশারায়, ভাবিনি কখনো তারে,
শুধুই ফাঁকি দিলাম, সময়ের পায় পায়।


কত জনে এলো গেলো, ভবনদী পারে
বেলা আর অবেলাতে, তবু মন এলোমেলো
বুঝিনি একটিবারে, মজে আছি স্ব-খেলাতে।


প্রাণেরতরীটা পেয়ে, বেয়েছি পুলকে যত
দুরন্ত দুপুর বেলা, হয়ে আমি নব্য নেয়ে
অমালে ভরেছি তত, করি শুধু চাঁদমেলা।


তরীখানী গেছে ভরে, আমার নাইকো কিছু
আমি আছি একা কূলে, তোমাকে অপর করে
চারিপাশে অহি বিছু, রয়েছে ফনাটা তুলে।


দেখি দু'নয়ন মেলে, অদূরাগত যামিনী
ঘোর আপদের কাল, রয়েছি মরণ জেলে
তবুও আমি থামিনি, চলছি সুপথ ফেলে।


আসছে সাঁঝেররাণী, ভাসছি আঁখিরজলে
লাগছে ভীষণ ডর, প্রাণেরইতরীখানি
ডুবে আজ পলেপলে, ত্বরাও পরাৎ-পর।