প্রাণেরতরী -৪৯


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আকাশে বজ্রমেঘের খেলা
মলিন মুখে ইতিকাবেলা
অদূরাগত যমেলা রাত,
সাপেরফণা নদীর জলে
ঝড়োমেঘের বাতাস চলে
জোরে জোরে করে বজ্রাঘাত।


শেষ আমার ফসল কাটা
আটি আটি ঐ বাধনে আটা
করি ধরি সব একা নিজে
ভুল ফসল দুপুরে কাটি
সকালে ছিলো কোমল মাটি
নষ্ট করি তা খেয়ারবীজে।


তোমার কথা মনের মাঝে
উঠলো বেজে মলিন সাঁঝে
বাউল সুরের মিষ্টি ডাক,
কাজের ফল তরীতে ভরা
উটি কেমনে তরীটি জ্বরা
তরীখানি ভরা নেই ফাঁক।


আমার যত ফসল আছে
হয়-তো নষ্ট তোমার কাছে
তরীতে তবু দিলাম তুলে,
প্রাণেরতরী আশ্রুতে ভরে
ছেড়ে দিলাম ভরষা করে
নিয় প্রাণেশ তোমার কুলে।