প্রাণেরতরী-৫০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে আস গোপনে প্রাণের গভীরে কে তুমি নাগর,
মহুয়া প্রেমের বাতাসে দোলাও হৃদয় সাগর।
বেহানের থেকে হেটে আসা এই দুরন্ত দুপুর,
সুনিবিড় প্রেমে বাজাও সুন্দর রোদের নুপূর।
দিলে তুমি মনে চৈতি মধুমাস ক্ষরস্রোত ভারি,
ধরণির কথা ভুলে যেতে বলো ভূলতে না পারি।
কাজটি আমার হয়নি এখনো আছে বহু বাকি,
ঘুমের আবেশ নয়নে এসেছে  না দিওনা ফাঁকি।
বুঝেছি আমার হৃদয় দোলাও এসে বারবার,
বুঝিনি কখনো এতো ভালোবাস এটি বড় হার।
কলরব নিয়ে কেটে গেছে দিন তোমাকে-ই ভুলে,
তোমার-ই সু-প্রেমে দিইনি সাড়া পাপি আমি মূলে।
বুঝিনি সজীব প্রাণের-ই তরী তোমার কারণে
চলছি শুধুই নিজের ইচ্ছায় নিষেধ বারণে।
তোমার নিষেধ শুনিনি কখনো  করি অবহেলা
প্রাণেরতরীটা নিয়ে একা আজ কাঁদি সাঁঝবেলা।
আপদ সময়ে ভুল গুলি সব ক্ষমা করে দেও
আমার প্রানেরতরীটা এবার কূলে তুমি নেও।