প্রাণেরতরী-৫২


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার প্রেমরোদের ছোয়া
লাগছে মন-অতশিকাঁচে,
অতশিকাঁচ আগুন জ্বালে
আমার প্রেম-ময়ূর নাচে।
ফগুন দিয়ে আগুনফুল
ফুটাও তুমি ভুবন ভরে
মধুবনের কুসুমকলি
আতশপ্রেমে ধুলায় ঝরে।
রাগের জ্যোতি দুপুরবেলা
নুপুর বাজে রোদের গানে,
গানের সুর গোপন ভাবে
তোমার দিকে আমায় টানে।
প্রেম-দোলাতে দোলাও তুমি
বিরহে আসে অশ্রুর দোলা,
কান্নার সুখ বুকের মাঝে
ভুলতে গেলে যায়না ভোলা।
ভুলতে গেলে তোমার কথা
প্রেম জাগে নিবিড় ভাবে
জানিনা আমি কবে কোথায়
আমার আঁখি তোমায় পাবে।
অন্তর মাঝে তোমার সাথে
গোপনে হয় লেনা ও দেনা
হৃদয় বলে তুমি আমার
বহু যুগের আগের চেনা।
চেনা সুরের ছোঁয়টি পাই
প্রাণেরতরী বাইতে গেলে
যখন পথ ভুলি তখন
হৃদয়ে আসো যাওনা ফেলে।
পাচ্ছি এখন মলিন সুর
কালিম সন্ধ্যানোদির পাড়ে
একাকী আছি  বিরহ নিয়ে
যমে শেষের বাণটি ছাড়ে
আমার এই বিপদ কালে
প্রাণেশ আমি তোমায় স্বরি
করুনা করে তীরেতে নেও
আমার এই প্রানেরতরী।