প্রাণেরতরী-৫৫


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মধুমাসের চৈত্রীরাতেরবসনায়
তারার আল্পনা করা, মনটাকে হরে,
মধুবাগে নিরালায় , আসে মধুহরা
প্রেমের-ই সমাদরে।


নিশীথে রোদেরমালী উঠে একবার
বুঝেনা অবুঝ মন , খুজে চাঁদরেনু
পরে শুধু চন্দ্রহার , ঘোরে বনে বন
বাজিয়ে প্রেমেরবেণু।


কুসুমিতার সুবাসে ভেঙ্গে যায় ঘুম
জোস্নাকিরণ সাগরে ,এ প্রাণেরতরী
অরি এসে দেয় চুম, বুঝেনা নাগরে
হৃদবাণী পরিহরি।


নিশীথসূরকে চায় ঘোর অন্ধকারে
উঠেনা নিশীথরবি , কাজে হলে ভুল
তবু জোস্না পরাবারে, আঁকে প্রেমছবি
ভাঙ্গে তরীটার মূল।


আসে শেষে অমানিশা ঐশী ঈশারায়
কপালতলার গাঙ্গে , ডাকে শুধু বান
কপোলটা ভেসে যায় , মোহঘুম ভাঙ্গে
সন্ধ্যারাগে গায় গান।


আমিও বুঝেছি আজ বসন্তের শেষে
করেছি অনেক ভুল, জোস্নাবনে গিয়ে
আজ আমি হীনবেশে , হারিয়েছি কূল
প্রাণেরতরীটা নিয়ে।