প্রাণেরতরী-৫৭


ঠাকুর বিশ্বরাজ  গোস্বামী


চদ্ররাগে নদী ভাসে রেতগতি বানে
গতসু স্মৃতির বেণু মন মাঝে বাজে
বিকেলের সুরে সুরে হৃদয়ের গানে
প্রাণেরইতরীখানি ভাঙ্গে নিজ কাজে
ভাঙ্গা তরী নিয়ে শেষে সাঁঝে দেয় পাড়ি
বিকেলের কালে মেঘ আকাশটা ঢাকে
কুলেতে যেতে-ই হবে তবু মনে আড়ি
ঝড়ো হাওয়ায় তরী ঘোরে বাঁকে বাঁকে।


দু'টি দাড় টানে শুধু অজানায় যেতে
দু'কুল হারায় শেষে আপনার দোষে
শেষবেলা একা হয় রঙ্গ রসে মেতে
ভাসে দু'আঁখিরজলে যমটার রোষে
প্রানেশকে বলে শেষে মন-প্রাণ খুলে
আমার প্রাণেরতরী নিয়ে যাও কূলে।