প্রাণেরতরী-৫৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কোথায় যাও তরীটা বেয়ে সারা বেলা,
নিও আমাকে করনা তুমি অবহেলা।
ভাবিনি মনে আসবো পারে একা আজ,
ফেলে আমার ভবের পরে বহু কাজ।
ঘরের মাঝে অমূল্য ধন ছিলো বেশ,
ইচ্ছা মতন সকল ধন করি শেষ।
ঘুরেছি আমি তরীটা নিয়ে নোনাজলে,
বেয়েছি তরী সারাটিখন কতুহলে।
রয়েছি আমি ভাড়াটে বাড়ি বুঝি নাই,
খুজি নাই কখনো আমি কে বুকে হাই।
দেখা নাই জীবনের ভুল খাতা খুলে,
ঘরের ভাড়া রয়েছে বাকি ভুলে ভুলে।
নীজের-ই সুখ চেয়ে চয়ে একা ঘাটে,
ভিড়াও তরী প্রাণের মাঝি বেলা পাটে।
আন ফসল রয়েছে বাধা আটি আটি,
ফসল সব রেখেছি আমি পরিপাটি।
পারের কড়ি দেবো তোমায় নাই কিছু,
দিচ্ছে আমায় মরণবিষ যমবিছু।
প্রাণেরতরী নিয়ে আজিকে মরিমরি,
বুঝিনা আমি বিকেলবেলা কি-যে করি।
নিয় যাও সুজন নাবিক  দয়া করে,
দেখ আমার বেলাটি যায় সাঁঝঘরে।