প্রাণেরতরী-৫৯


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি তরীতে যাবে দেখছো ফসলে ভরি
তিল পরিমান ঠাঁই,
আমার তরীতে নাই, ডুবুডুবু এই তরী।


জমিতে রয়েছে দেখ ছোট ছোট কচি ধান
তরীতে যাবে কি তারা,
তার পর হবে হবে সারা, ফসল কাটার গান।


পরের জমিটা আমি, একাকী করেছি চাষ
আজকে ফসল কাটা,
আছে দেখো আটি আটি,  বাঁধা ঠিক মাসে মাস।


মালিক চেয়েছে কিছু দেইনি রেখেছি কাছে
দিয়েছি প্রচুর ফাঁকি,
তরীতে উঠাতে বাকি, কাজের ফসল আছে।


পুরাণো প্রাণেরতরী  দিবাকর আস্তাচলে
আমার ফসল ভারে,
ডুবি দেখ অন্ধকারে, নিদারুণ নোনাজলে।


বুঝেছি এখন আমি তুমি আপনার
নিজগুনে হও নেয়ে,
প্রাণেরতরীটা বেয়ে, ভবসিন্ধু করো পার।