প্রাণেরতরী-৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


অজানা ঠিকানায় চলছে তরী,
হালটা ধরি, ইচ্ছার পাল তুলে
মূলকে ভুলে, বেসাত শুধু করি।


অনেক ঘাটে তরী  ভিড়ছে নিয়ে,
সারকে দিয়ে, আসার সার করি
তরীকে ভরি, কালো বাজারে গিয়ে।


দিনের মধ্য বেলা দখিনা বায়,
আমার নায়, তুলেছি রঙিন পাল
গিয়েছে কাল, আবেগে দুনিয়ায়।


নোদিতে দুলে দুলে আপন ভুলে,
কলম তুলে, শুধুই পত্র লেখা
স্মৃতির রেখা, কাঁদায় আজ মূলে।


কখনও ভাবিনি সাঁঝটা হবে,
তরীটা রবে,  প্রাণটা যাবে চলে
আঁখির জলে,  কাঁদবে আর সবে।


ভাঙ্গন কুলে তরী কাজের ফলে,
নয়ন জলে, আমার পত্র লেখা
শেষের দেখা, দিও আঁধার হলে।