প্রাণেরতরী-৬২


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ঘাটে দেখি তরী নিয়ে কারবার,
দিনরাত কর তুমি পারাপার,
কতজনে এলে গেলো এই ঘাটে,
আমি শুধু দেখি নাই বেলা পাটে।
দেখি ভালো ধরা পরে চাঁদমেলা,
মন ভরে করি শুধু বহু খেলা।
সারাক্ষণ তুমি আছো এই মনে,
গেছি আমি ভুলে ভুলে ভুলবনে।
নিজে নিজে মাঝি হয়ে তরীবেয়ে,
ভেঙ্গে ফেলি তরীখন গোন পেয়ে।
তুমি খেলো ধরা পর সব খেলা,
বুঝি নাই ধিরে ধীরে গেছে বেলা,
একা একা আছি বসে বেলা শেষে
চেয়ে দেখো নিদারুণ হীনবেশে।
কেউ নেই আশেপাশে প্রিয়জন,
নিয়ে গেছে তারা সব মূলধন।
ধনহার অভাজন একা আমি,
চোখে দেখি আসে নিতে ঘোরজামি।
সাঁঝগাঙ্গে তরী বাও দিনরাতে,
পারাপার কর তুমি নিজ হাতে।
প্রাণেরতরীটা নিয়ে করো পার,
তুমি ছাড়া প্রিয়জন নেই আর।