প্রাণেরতরী-৬৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


খুব সুন্দর প্রাণেরতরী পেয়েছি,
আনন্দ সাগরে তরীখানি বেয়েছি ,
ভরছি প্রচুর মালামাল,
গেয়েছি শুধু সুখের গান হরষে,
আত্ম সুখের নীবিড়তম পরশে,
স্বরসে গিয়েছে দিনকাল ।


যৌবন নোদিতে ডাকে বান যখন,
মাতাল বাতাসে পাল তুলি তখন ,
বুঝিনি আমি আমার ভুল,
নোদিতে ঢেউ উঠছে বেশ স্বরঙ্গে,
দুলছে তরী পুলক নিয়ে তরঙ্গে,
তরঙ্গে ভাঙ্গে নোদির কূল ।


নোদিতে ভীষণ রেৎগতি যৌবনে ,
তীরটি ঘিরিছে কাশফুল মৌবনে ,
আদর করে তরীতে তুলি ,
তরীর মাঝে স্রষ্টার নাম লেখিনি,
ভাঙ্গছে এই প্রাণেরতরী দেখিনি,
মেখেছি  আমি ময়লা ধূলি ।


প্রাণেরতরী যৌবন গাঙ্গে বেয়েছি ,
গাঙ্গের জল হরষে আমি খেয়েছি,
ভাটিতে আজ পড়েছে তরী ,
ভাঙ্গাতরী তরঙ্গে তরঙ্গে  দুলছে,
জলাঘাতে তরীটার জোড়া খুলছে ,
ডুবুভুবু মরিমরি ।


তোমার তরী ভাঙ্গছি আমি ধরায়,
এই চিন্তায় এখন আঁখি ঝরায় ,
ক্লান্তি জড়ানো বিকেলবেলা ,
অরি সকল তরীর রত্ন লুটছে,
ঘোর আঁধারে প্রানের তরি ছুটছে,
পাঠাও ত্বরা অভয়ভেলা ।