প্রাণেরতরী-৬৫


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গিয়েছি আমি তোমাকে ভুলে পেয়ে সুন্দর ভুমি,
চিরোনবীন মাঝি তুমি, প্রাণের কথা শুনো ,
মধুর মোহে হয়েছি বুনো , গেয়েছি ফুলে ফুলে
মেখেছি রেণু কুসুমে দুলে , বাজিয়ে ঝুমঝুমি
গোপন প্রেমে নীরবে চূমি , প্রেম দিয়েছি দুনো ।


সাঁঝাগ্নিতে জ্বলি সারাখন করে ভুলের সৃষ্টি ,
বাহিরে বৃষ্টি ঘরেও বৃষ্টি , হয়েছি নিরুপায় ,
বসন্তরোদ লাগলে গায় ,মাতাল হয় মন ,
ভুলেছি আমি সারাটিখন, তোমার সব কৃষ্টি
মলিন হয়েছে আজ দৃষ্টি , হাটছি তিন পায়।


মনের মাঝে রেখেছি কালো বইছে নীলধারা,
রবী শশি আর গ্রহতারা , তোমার প্রেম আলো,
তুমি আমার হৃদয়ে ঢালো, অমর অমিয় রাশি,
বেচাকেনায় মেলায় আসি ,হয়েছি মূলহারা,
তোমার ভুলো মোহেরকারা, লাগছে খুব ভালো ।


বেগেলা ঝড় বইছে বেশ কেমনে যাবো বাটে,
রবীটা দেখি বসছে পাটে ,পশ্চিমাকাশ লাল,
দেছি চোখে কালমহাকাল ,ভয়েতে মরিমরি,
আমার এই প্রাণেরতরী,ভাঙা ভবের হাটে ,
তরীটা নেও তোমার ঘাটে , ধরো প্রেমের হাল ।