প্রানেরতরী-৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বমী


কার তরী কার দান, কে গড়েছে তরীখান
কার গান কে-বা গায়,
কখনও ভাবি নাই, কার তরী আমি বাই
সুখ পাই, হীয়াটায়।


সাড়ে তিন হাত তরী, কত মাল আমি ভরি
নিয়ে অরি, ছয়জন,
আড়াই ইঞ্চির খাল, আছে ঢেউ চিরোকাল
তালাতাল, করে রণ।


সুজন রসিক নেয়ে, জোয়ারে উজান বেয়ে
বাও পেয়ে, তোলে পাল,
মনিমুক্তা না'য়ে ভরে, বেচাকেনা শুধু করে
দুষ্ট নরে, ভাঙ্গে হাল।


আমি সেই দুষ্ট নর, পরকে করেছি পর
দিন ভর, তরী বেয়ে,
পেয়ে এই চাঁদমেলা, খেলেছি রঙ্গের খেলা
গেছে বেলা, দেখি চেয়ে।


ইতিবেলা ভয়ে মরি, ডুবছে প্রাণের তরী
আরো অরি, ছয় জন,
তারা সব দল জুটে , দিন রাত খুঁটে খুঁটে
নিছে লুটে, মূলধন।


ইতিবেলা হীনবলে, ঘোর পানে তরী চলে
মন বলে, মরি-মরি,
তরীখানি যার দান, গাইনি তার-ই গান
খানখান, করি তরী।


তরী আজ ভাঙ্গ জ্বরা, তাই মন মরা মরা
তরী ভরা, নষ্টফলে
কুলে নেও  কৃপাবান, প্রানের-ই তরীখান
শেষ গান, অশ্রুজলে।