প্রেমের নাজ্কা রেখা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


লিওনিড উল্কা পতন তুমি
দেখে যাও,
ধূমকেতু হয়ে আসে
অরিজোনা মরুভূমিতে
আবার ফিরে যায়
রেখে যায় মশ্রিন ধূলিকণা,
কণার ঘর্ষণে সৃষ্টি হয়
উল্কা-দ্যুতি
মৌল ইউরিয়াম করে সৃষ্টি ।
তোমার প্রেমের উল্কা-দ্যুতি
আমার মরুভূমিতে ।
বড় অসহায় আমি
মরুবুকে বিরহের নাজ্কা রেখা
ইন্কা সভ্যতার চেয়ে
অনেক বেশী পুরাণো।
আদি সভ্যতার পূর্বরাগ
আমার প্রেম,
যতই উল্কা হও
ছড়াও প্রেমে
মৌল ইউরিয়াম কণা
দুঃখ নেই
তোমার সুখে সুখী অামি
তোমাকে-ই ভালোবাসি বলে।
তুমি আমার পৃথিবী প্রথম সিক্ত করেছো
তাই তুমি আমার
কার্বনেশিয়াস মেটিওরাইট।