প্রেম পরমের দান
(হৃদমেটিক )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


অপরূপ প্রাণবাগে , অনুরাগে
মনফুলে , অলি জাগে ,মধু লোটে দুলে দুলে ,
মধু লোটা হোলে শেষ
মধুকর উড়ে যায়, অন্য গাঁয়
তার পরে , ঝরে বায় , অসময় ধূলি পরে ,
কলঙ্কিনী বলে দেশ ।


সূরমুখি ভালোবেশে , রোদ রেষে ,
মুকহয় , পোঁড়া শেষে , ইতিরাগে নত রয়,
বিবহিনী চিরোকাল ,
চন্দ্রমুখি জোস্নাতলা , ষোলকলা ,
চাঁদটাকে , শুধু বলা , তুমি রাকা প্রাণবাকে ,
তবু দূরে জোস্নাপাল ।


দিয়ে সুখি ভালোবাসা ,নেই আশা ,
মিথ্যাময় , দাবাপাশা , প্রেম কোনো খেলা নয় ,
প্রেম পরমের দান ,
আত্মসুখ ভুগি যারা , খল দ্বারা,
শুধু চায় , সুখতারা, অবশেষ ক্ষয়ে যায় ।


পরাপ্রেম হৃদে যার ,কোনো হার ,
কোনো দিন , নেই তার , বেজে উঠে ঐশীবীণ  ,
পায় তারা নিত্যধন ,
অপরার বিদ্যা নিয়ে , হিয়া দিলে ,
দুটি কুল , কালো বিলে , চলে যায় নয় ভুল ,
প্রেম সত্য সারাক্ষণ ।