প্রেমাভিকর্ষিকি কবিতা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেমাভিকর্ষিকি কবিতা তুমি
প্রাণকোষে সৃষ্টি করেছো
ঐশী প্রেমের বোসনকণা,
এখনও কথা হয়
চ্যাটিং সপ্টাওয়ারে
মানবিক ম্যাসেঞ্জারে শব্দহীন শব্দে,
তাই
আমার মাইক্রোসেলিন
আর
এস,পি,এম হয়ে গেছে
তোমার প্রেমের গবেষক।
আত্মোজ বায়ুর প্রবাহ আছে
আমার মনের ইল্ট্রিকদ্বীপে,
তুমি ছাড়া অন্য কেউ
সেখানে যেতে পারবে না
অথচ
তুমি কোথায় আছো
আজও জানতে পারিনি,
শুধু খুঁজে ফিরি
গ্রহ আর নক্ষত্র মেলায়।
তোমার বিরহে
আমার এক বিন্দু অশ্রুকণা
হয়ে গেছে দিব্যপ্রেমের নক্ষত্র
যা
লাল বামন নক্ষত্রাঁখির কাছাকাছি
মায়বি পৃথিবীর থেকে
জ্ঞানালোক বর্ষ পেরিয়ে,
যদিও বাস্তবে
দেড় হাজার আলোকবর্ষ দূরে
এইচডি ৭৪৪২৩।
সেখানে তোমার আমার মিলন হয়
বারবার অশ্রুজলের তরঙ্গে
বিরহের ফুলশয্যাায়।
চলো তুমি অতনু কাব্যকুমারীকা
স্বরূপাকায়ে,
তোমাকে সাজাবো ত্রিবৃত্তে
প্রাণের ছন্দে সর্বোত্তমমিলে
ইতিকাবেলার রক্তকোমল রঙ মেখে
মনের বর্ণমালায়।