প্রেমে মরেছি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেম বলয়ে , চৈতি মলয়ে
স্ব-লয়ে যাও ,
কি সুখ পাও ,  তরীটি বাও
সন্ধ্যা নোদিতে ,
আপন খেলা , সারাটিবেলা
ভেলা  বেয়েছো ,
প্রেম চেয়েছো , কুল খেয়েছো
বসে  গোদিতে ।


দ্বিতীয় নেই , ভাবনা সেই
খেই ধরেছি ,
প্রেমে মরেছি , পর করেছি ,
করবোইতো ,
সব নিয়েছো , দূরে গিয়েছো
দিয়েছো নথ ,
তোমার পথ, তোমার রথ
ধরবোইতো ।


সকল দিয়ে , কলঙ্ক নিয়ে
কটাবো কাল ,
উড়াবো পাল , ধরবো হাল
প্রাণের না'য়ে '
তোমার টানে, তোমার গানে
বীণাটি বাজে ,
ফেলবো লাজে, তোমার কাজে
প্রেমের গা'য়ে ।


তোমার ঘাতে , নয়ন পাতে
চলবো ভেসে ,
মরবো শেষে , ভালোই বেসে
তুমি জানিও ,
থাকবো দুখে , রাখবো সুখে
দিবস-যামি ,
করবো আমি , হৃদয় স্বামী
কথা মানিও ।