প্রেমোবর প্রিয়পর


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমাকে ভালোবেসে, অবশেষে,
হেসে হেসে, মরতে আমি পারি,
আত্মচারী, অতনুকার বেশে,
নিরূদ্দেশে, রয়েছো প্রাণধারী।


ফল্গু ফাগুন বেলা, অবহেলা,
করি মেলা, ইচ্ছাগ্নি জ্বেলে জ্বেলে,
আঁখি মেলে, বাইছি সুখে ভেলা,
কত খেলা, খেলছি সাথী পেলে।


হৃদয় আঙ্গিনায়, চৈতিবায়,
গন্ডগাঁয়, ঘুরেছি রঙ মেখে,
দূরে রেখে, আত্মার মূলটায়,
ভুলটায়, তাইতো মন শেখে।


সাঁঝনাতলা আজ, রিক্ত সাজ,
বিশ্বরাজ, একাকী দেখ আছে,
আগেপাছে, দেখছি যমরাজ,
শুধু খাঁজ, আছে করম গাছে,


কোথায় প্রেমোবর, প্রিয়পর,
আত্মকর, করটি এসে ধরো,
আজ করো, তোমার সহচর,
বিশ্বেশ্বর,  সাঁঝের দুখ হরো।