পৃথিবি করবো কোলুশ্ মুক্ত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার মানসিকতা দেখে
হতোবাক হয়ে যাই
তোমার গোপন প্রিয়তা
আত্ম হননের দিকে ধাবিত হয়়
আমি জানি
সিফিলিটিক মায়াজম তোমার সতিন,
এতো মিল তোমাদের
তোমরা শরীরে দ্রোবিভূত হয়ে
সৃষ্টি করতে করো
ক্যান্সার
পরিশেষে
সেটি
তোমাদের স্বামীর সহযোগে
কঠিন মায়াযম রূপে চিরোস্থি করো  ।
তুমি কি জানো না
সিফিলিটিক মায়াজম
সোরার ক্রোসম্যাসে সৃষ্টি করে
ক্রফুলা, গলিত টিউবারকিউলিসিস
অথচ
তার সঙে তোমার গোপন সখ্যতা,
তোমার নিজস্ব চরিত্র মানুষ জানলে
উচ্ছেদ অভিযান করবে শুরু,
কারণ
তোমার সন্তান
কঞ্জামশন, ট্রুমা, রিকেটস্
তোমার থেকেও ভয়ানক,
একথা আর জানতে বাকি নেই।
প্যাংক্রিয়াস একটি রোগমুক্ত অর্গাণ
থাকে নিষ্ক্রিয় করে ইন্সুউলানকে বাড়িয়ে
কুমিয়ে দিচ্ছে জীবনিশক্তি
আবার
ইন্সুউলানকে কুমিয়ে সৃষ্টি করছো হাইপো।
এখানেই তোমার শেষ নয়
কৌশিক নাড়ী সহ
রক্ত বহা ধমনীকে করছো অকেজো,
তোমারই কারণে
পৃথিবীতে আজ অকাল মৃত্যুর হাট-বাজার।
আমিই বসে নেই
তোমাদের এন্টিডোস্ তৈরী করে
পৃথিবি করবো কোলুশ্ মুক্ত।