প্রষ্টা আছেন চাঁই
(সর্বোত্তমমিলে লেখা )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


দিনরাতই বৃষ্টি ,করছে অনাসৃষ্টি
জীবনটির কৃষ্টি ,দৃষ্টিহারা মূলে,
মনটার রঞ্জনা , হয়ে গেছে খঞ্জনা
দেখে শুধু অঞ্জনা,গঞ্জনা কুল কূলে।


গঞ্জনা ক্ষনে ক্ষণ ,চলছে শুধু রণ
মনে ঐহিক পণ ,গণ গণিয়ে হাঁটে,
আইণ করে শেষ, শুধু  বিনাশ দেষ
হরণ করা রেষ , মেষ দেখছি চাঁটে।


নেই চৈতান্য সূর,সৎকে করে দূর
মস্তান হয় ভূর ,পূরটা শেষ ঠাঁই।
মানেনা আছে স্রষ্টা ,হয় সুপথ ভ্রষ্টা
ভাবেনা আছে দ্রষ্টা , প্রষ্টা আছেন চাঁই।