প্রতিজ্ঞা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ওরে-ও সয়তান , নরকের কৃমিকীট
ধিৎকার দেই তোকে,
আঁখিজল ঝরো না আর
হৃদয় হোক উত্তপ্ত মরুভূমি
মন হয়ে যাক জ্বলন্ত আগ্নেয়গিরি
আমি হবো কাল মহাকাল,
ধ্বংস চাই ধ্বংস,
ওরে মানুষ রূপী শয়তান
আত্মবিশ্বাসে দিলি গরল ঢেলে,
ভালোবাসাকে করেছিস ভোগের সামগ্রী।
আমাকে বানালি রাক্ষসীনি
রক্ত চাই রক্ত,পাপীদের রক্ত
ধরত্রীকে করাবো রক্ত-গঙ্গায় স্নান।
আজ হোতে আমি
সাক্ষাৎ  যম,
নর-পিশাচকে করতে হত‍্যা।
মৃত্যু আমার হাতিয়ার হও
রাখবো না পৃথিবীতে কোনো জঞ্জাল
দিলেও আইন আমাকে ফাঁসি।