পরিপূর্ণ চন্দ্রকলা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সুমাধুর্য বৃন্দাবন ধাম , নিত্য নবীন ঘনশ্যাম,
নব রসের রসিক নাগর ।
মানস সরবর কূলে , নিত্যচিন্ময় মহাগোকুলে ,
রাধা সনে গোপন বাসর ।।
১।
হীয়ায় হীয়া পরশিয়া , শ্রীমঞ্জুরির মধ্যে গিয়া ,
শ্রীকান্তায় সহজিয়া , প্রেমেতে অমর ।
তুলে নিয়ে নীলাৎপলা, পরিপূর্ণ চন্দ্রকলা,
গৌররূপ পরশ পাথর ।।
২।
শ্রীকান্তার কান্তা ভাবে , গিয়ে রাজহংসা ভাবে ,
কেলী করে কালিন্দীর আবে ,  শ্রীপরাৎপর ।
অনুপম যুগল রূপ , নিত্যানন্দ রূপ স্বরূপ,
চিন্তামনী প্রেমের আকর ।।
৩।
চিন্তামনী ধামে উদয় , চিন্তামনী রসময় ,
চিন্ময়রস সমুদয় , তাহারই উপর ।
নীলশদ্মের মধ্যে পোরা , শ্রীরাধিকার মনোচোরা ,
হেরে সে নয়ন গোচর ।।
৪।
বিশ্বরাজ গোস্বামী বলে ,  নিত্য ভজন নীলাৎপলে ,
অনার্পিত প্রেম হিল্ললে, হতেছে বাসর ।
তরঙ্গে তরঙ্গে খেলা,  পরিপূর্ণ চাঁদের মেলা ,
চাঁদ মিলে চাঁদেরই ভিতর ।।