পুরোণ করো এ শুন্য হিয়ে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তুমি এলে ঘরে যখন,
তখন আমি ছিলাম না ,
ছিলাম আমি বাহির পানে ,
উদাস সুরের গানে গানে ,  
ভেসে ছিলাম সুরের বানে
তোমার সুরটি নিলাম না ।


পথ হারানো পথিক হয়ে
ঘুরছি দুপুর বেলাতে ,
তোমার স্মৃতি ছিলাম ভুলে ,
ফাগুন ধারা আমাকে ছুঁলে,
চলছি পথে দেদুল দুলে,
জীবনের ভুল খেলাতে ।


ঘরে ফিরে দেখি তুমি নেই
হাসে আজ  ইতিকাবেলা ,
হাসিতে শেষের সুর বাজে,
জীবন চলার ভাঁজে ভাঁজে ,
আমার বিকেল কাজে কাজে,
শুনি সেই সুরের রেলা ।


সকল কিছু  দিলাম আজ
দেখো আমার ভাঙ্গাঘর ,
তোমার শোভা আমাকে দিয়ে,
পুরোণ করো শুন্য হিয়ে ,
আমার সকল তুমি নিয়ে ,
কাছে রেখো পরাৎপর ।