রাগ-প্রধান সংগীত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বসন্ত এলো মন ফুল বনে ,
লাগলো এ প্রাণে প্রেমের ছোঁয়া , ভ্রমর গানে  ।
হৃদয় বীণা বাজে অভিমানে গভীর টানে ।।


প্রেম পরশে চিত্ত তুমি হর ,
জীবনবাঁশী নিত্য তুমি ধর , মিলন সুরে,
হৃদয়পুরে ফাগুন হাওয়া পরশ দানে ।।


সুধায় ভরা ফাগুনের গান
আগুন ঝরা প্রেম অভিমান , করছো দান
নীরবে তুমি  সুধা করো পান ।


বসন্ত ভরা ফাগুনের বন ,
রাগানুরাগী তাই এই মন, তোমাকে চায়
ফাগুন বায় , জীবন নদীর  প্রেমের বানে ।।


লেখা
১৫/২/২১ইং
সোমবার
সময়
সকাল-১১ ঘটাকা ।