অবেলায় ডাকছো কে
(বিশ্বরাজ সংগীত রাগ-প্রধান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


অবেলায় ডাকছো কে বসন্তের ফুলবাগিচায়।
প্রেমিক অলি বলছে ডেকে চলো প্রেম-আঙিনায় ।।


ক্লান্তি ভরা আলোরমালী কুসুমের লাজ রঙে,
বাজায় শেষ আলোর বাঁশি মিশে মনটার সঙে ।
অঙ্গ তোমার সোনার অঙ্গে , শিশু ভোরের আলোর ঢঙে,
গোপনে মিশতে চায় ।।


হিয়ায় যা তা সকল দিয়ে , দিঘল রাতে তোমায় নিয়ে
থাকবো প্রেমের গাঁয় ।


অনুরাগের  মিলন সুরে , মনের বাঁশিটা বাজে ,
বাঁশির সুরে  অচিন পুরে , হদয়টা যেতে সাজে ,
ভয় নেই আর লোকলাজে, জীবনটার ভাঁজে ভাঁজে,
তোমার  পরশ চায়  ।।