রাই-বিনোদিনী কৃষ্ণ প্রেমের শোভারাণী
(বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রাই-বিনোদিনী কৃষ্ণ প্রেমের শোভারাণী ,
বিশ্বাস আমার , শান্তি রূপে হরির বামে ।
প্রেমের ঋণ শুধিবার জন্য, হরি আসে এই ধরাধামে ।।

হরি নিজে এসে দুনিয়ায় , হরিনামের তরীটা বায় ।
এলো ভোলা হরিআঙ্গিনায় , শ্রীগুরুচাঁদ নামে ।।

শ্রীগুরুচাঁদ হরি বোলে , জগৎ মাতায় প্রেম হিল্লোলে ।
হরিচাঁদের প্রেমের দোলে , মতুয়া  হয় হরিনামে ।।

গৃহস্থ প্রসস্থ ধর্ম , হরিচাঁদের ধর্মের মর্ম ।
মুখে নাম হাতে কর্ম , করলে যাবি শান্তিধামে ।।

রাধাকৃষ্ণের হয়নি ঘর , তাইতো ঋণি থাকে রাধেশ্বর  ।
বিশ্বরাজ কয় কৃষ্ণের অন্তর , রাই এলো শান্তি নামে ।।